শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

আবারও প্রবাসে ফিরে যাচ্ছেন মুনমুন

#
news image

গত বছর মে মাসে কানাডায় কন্যাসন্তানের মা হয়েছিলেন রুমানা মালিক মুনমুন। এরও দুই বছর আগে থেকে কানাডাতেই বসবাস করছিলেন এই উপস্থাপিকা-মডেল ও অভিনেত্রী। আড়াই বছর পর নভেম্বরে দেশে ফিরেছিলেন। এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘তোমার জন্য রান্না’র ২৬ পর্ব উপস্থাপনা করেন তখন। দেশে ফিরেই মুনমুন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন 'রাঙা সকাল'-এর একটি পর্বে অংশ নেন। এখানে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্পের কথা জানিয়েছেন। জানা গেছে, আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তাব পেলে করবেন। পরে আরো কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাঁকে। ছয় মাস ছুটি কাটানোর পর ফের কানাডা ফিরে যাচ্ছেন মুনমুন। ৩১ মে ঢাকা ছাড়বেন তিনি। মুনমুন বলেন, ‘সময়টা দারুণ কেটেছে। একদিকে সন্তান সামলেছি, আবার কাজও করেছি। আমাকে সহযোগিতা করেছেন সবাই। আবার কবে দেশে ফিরব তা এখনই বলতে পারছি না। তবে সুযোগ পেলে অবশ্যই বারবার মাতৃভূমিতে আসব।’ ২০০৬ সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টারের তৃতীয় রানার-আপ হন মুনমুন। ২০০৭ সাল থেকে মুনমুন টেলিভিশন রিয়ালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার উপস্থাপনা করছিলেন।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  9:56 PM

news image

গত বছর মে মাসে কানাডায় কন্যাসন্তানের মা হয়েছিলেন রুমানা মালিক মুনমুন। এরও দুই বছর আগে থেকে কানাডাতেই বসবাস করছিলেন এই উপস্থাপিকা-মডেল ও অভিনেত্রী। আড়াই বছর পর নভেম্বরে দেশে ফিরেছিলেন। এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘তোমার জন্য রান্না’র ২৬ পর্ব উপস্থাপনা করেন তখন। দেশে ফিরেই মুনমুন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন 'রাঙা সকাল'-এর একটি পর্বে অংশ নেন। এখানে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্পের কথা জানিয়েছেন। জানা গেছে, আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তাব পেলে করবেন। পরে আরো কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে তাঁকে। ছয় মাস ছুটি কাটানোর পর ফের কানাডা ফিরে যাচ্ছেন মুনমুন। ৩১ মে ঢাকা ছাড়বেন তিনি। মুনমুন বলেন, ‘সময়টা দারুণ কেটেছে। একদিকে সন্তান সামলেছি, আবার কাজও করেছি। আমাকে সহযোগিতা করেছেন সবাই। আবার কবে দেশে ফিরব তা এখনই বলতে পারছি না। তবে সুযোগ পেলে অবশ্যই বারবার মাতৃভূমিতে আসব।’ ২০০৬ সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টারের তৃতীয় রানার-আপ হন মুনমুন। ২০০৭ সাল থেকে মুনমুন টেলিভিশন রিয়ালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার উপস্থাপনা করছিলেন।