শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

ফোকাস কান্ট্রি বাংলাদেশ এবার মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

#
news image

ভারতের মুম্বাইয়ে গতকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে ১৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ৪ জুন পর্যন্ত। দেশটির এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সে লক্ষ্যে বাংলাদেশের ছবি ও ডকুমেন্টারি ৩০শে মে থেকে পরপর ৫দিন প্রদর্শিত হবে। জানা গেছে, এবারে মুম্বাই চলচ্চিত্র উৎসবে শর্টফিকশন ও তথ্যচিত্র মিলে ১১টি কাজকে বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে, সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’। ‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান। গতকাল রোববার  থেকে শুরু হওয়া মুম্বাইয়ের এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ডকুমেন্টারি, শর্ট ফিকশন, অ্যানিমেশন প্রদর্শিত হবে। জানা গেছে, বাংলাদেশের ছবি ও তথ্যচিত্র বা ডকুমেন্টারি ৩০ মে থেকে পরপর ৫ দিন এই উৎসবের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। প্রথম দিন দেখানো হবে আবু শাহেদের ‘আড়াই মন স্বপ্ন’। আর এদিন ডকুমেন্টারি দেখানো হবে হুমাইরা বিলকিসের ‘গার্ডেন অব মেমোরিস’। ৩১ মে দেখানো হবে অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’। এদিন আরও দেখানো হবে ডকুমেন্টারি ‘দোজাহান’। ছবিটি পরিচালনা করেছেন রতন পাল। ১ জুন দেখানো হবে দিলারা বেগমের ‘জোথরলীনা’ ছবি এবং শবনম ফেরদৌসীর ‘বর্ণ টুগেদার’ ডকুমেন্টারি।  ২ জুন দেখানো হবে ‘নট আ পেনি, নট আ গান’ ছবিটি। পরিচালনা মকবুল চৌধুরী। এদিন আরও দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’। পরিচালনায় পিপলু খান। ৩ জুন দেখানো হবে সেজুঁতি সুবর্ণর ছবি ‘রিপ্লিস’। এদিন আরও দেখানো হবে ‘কান পেতে রই’। পরিচালনায় মফিদুল হক। এদিন আরেকটি ডকুমেন্টারি দেখানো হবে ‘জলো গেরিলা’। এটি পরিচালনা করেছেন সুমন দেলোয়ার।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  9:58 PM

news image

ভারতের মুম্বাইয়ে গতকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে ১৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ৪ জুন পর্যন্ত। দেশটির এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সে লক্ষ্যে বাংলাদেশের ছবি ও ডকুমেন্টারি ৩০শে মে থেকে পরপর ৫দিন প্রদর্শিত হবে। জানা গেছে, এবারে মুম্বাই চলচ্চিত্র উৎসবে শর্টফিকশন ও তথ্যচিত্র মিলে ১১টি কাজকে বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে, সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’। ‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান। গতকাল রোববার  থেকে শুরু হওয়া মুম্বাইয়ের এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ডকুমেন্টারি, শর্ট ফিকশন, অ্যানিমেশন প্রদর্শিত হবে। জানা গেছে, বাংলাদেশের ছবি ও তথ্যচিত্র বা ডকুমেন্টারি ৩০ মে থেকে পরপর ৫ দিন এই উৎসবের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। প্রথম দিন দেখানো হবে আবু শাহেদের ‘আড়াই মন স্বপ্ন’। আর এদিন ডকুমেন্টারি দেখানো হবে হুমাইরা বিলকিসের ‘গার্ডেন অব মেমোরিস’। ৩১ মে দেখানো হবে অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’। এদিন আরও দেখানো হবে ডকুমেন্টারি ‘দোজাহান’। ছবিটি পরিচালনা করেছেন রতন পাল। ১ জুন দেখানো হবে দিলারা বেগমের ‘জোথরলীনা’ ছবি এবং শবনম ফেরদৌসীর ‘বর্ণ টুগেদার’ ডকুমেন্টারি।  ২ জুন দেখানো হবে ‘নট আ পেনি, নট আ গান’ ছবিটি। পরিচালনা মকবুল চৌধুরী। এদিন আরও দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’। পরিচালনায় পিপলু খান। ৩ জুন দেখানো হবে সেজুঁতি সুবর্ণর ছবি ‘রিপ্লিস’। এদিন আরও দেখানো হবে ‘কান পেতে রই’। পরিচালনায় মফিদুল হক। এদিন আরেকটি ডকুমেন্টারি দেখানো হবে ‘জলো গেরিলা’। এটি পরিচালনা করেছেন সুমন দেলোয়ার।