শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

অষ্টম দিন শেষে ‘ধাকড়’ সিনেমার আয় সাড়ে ৪ হাজার

#
news image

বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি গত ২০ মে মুক্তি পেয়েছে। রাজনেশ ঘাই পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮০-৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটি। অবস্থা এতটাই শোচনীয় যে, মুক্তির অষ্টমদিনে সারা ভারতে আয় করেছে মাত্র ৪ হাজার ৪২০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৯৫ টাকা)। সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ২১০০ পর্দায় মুক্তি পেয়েছিলে ‘ধাকড়’। কিন্তু সময়ের সঙ্গে সিনেমাটির প্রদর্শন থেকে সরে আসে হল মালিকরা। বর্তমানে দিল্লির চারটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। আর মুম্বাইয়ের কোনো পর্দায় প্রদর্শিত হচ্ছে না সিনেমাটি। বলিউড মুভি রিভিউ এক প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গনা অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ কোটি রুপি। এ পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে ২ কোটি ৯৪ লাখ রুপি। সিনেমাটি প্রদর্শনের জন্য রাজি হচ্ছে না কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিংবা টিভি চ্যানেল। মুক্তির আগে সিনেমাটির সম্প্রচারের রাইটস কাউকে বিক্রি করেননি প্রযোজক। ফলে বক্স অফিসে ব্যর্থ হওয়ায়, এখন সম্প্রচার রাইটস বিক্রি করতে হিমশিম খাচ্ছেন প্রযোজক। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। তবে ‘ধাকড়’ সিনেমায় কঙ্গনার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। মার্শাল আর্ট ও বন্দুক চালানোর দৃশ্যগুলোর জন্য হংকং ও থাইল্যান্ডের অ্যাকশন কোরিওগ্রাফার কঙ্গনাকে প্রশিক্ষণ দিয়েছেন। এ সিনেমায় আরো অভিনয় করেছেনÑঅর্জুন রামপাল, দিব্য দত্ত, শরিব হাশমি প্রমুখ।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  10:04 PM

news image

বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি গত ২০ মে মুক্তি পেয়েছে। রাজনেশ ঘাই পরিচালিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮০-৯০ কোটি রুপি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এটি। অবস্থা এতটাই শোচনীয় যে, মুক্তির অষ্টমদিনে সারা ভারতে আয় করেছে মাত্র ৪ হাজার ৪২০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৯৫ টাকা)। সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ২১০০ পর্দায় মুক্তি পেয়েছিলে ‘ধাকড়’। কিন্তু সময়ের সঙ্গে সিনেমাটির প্রদর্শন থেকে সরে আসে হল মালিকরা। বর্তমানে দিল্লির চারটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। আর মুম্বাইয়ের কোনো পর্দায় প্রদর্শিত হচ্ছে না সিনেমাটি। বলিউড মুভি রিভিউ এক প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গনা অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ কোটি রুপি। এ পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে ২ কোটি ৯৪ লাখ রুপি। সিনেমাটি প্রদর্শনের জন্য রাজি হচ্ছে না কোনো ওটিটি প্ল্যাটফর্ম কিংবা টিভি চ্যানেল। মুক্তির আগে সিনেমাটির সম্প্রচারের রাইটস কাউকে বিক্রি করেননি প্রযোজক। ফলে বক্স অফিসে ব্যর্থ হওয়ায়, এখন সম্প্রচার রাইটস বিক্রি করতে হিমশিম খাচ্ছেন প্রযোজক। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। তবে ‘ধাকড়’ সিনেমায় কঙ্গনার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। মার্শাল আর্ট ও বন্দুক চালানোর দৃশ্যগুলোর জন্য হংকং ও থাইল্যান্ডের অ্যাকশন কোরিওগ্রাফার কঙ্গনাকে প্রশিক্ষণ দিয়েছেন। এ সিনেমায় আরো অভিনয় করেছেনÑঅর্জুন রামপাল, দিব্য দত্ত, শরিব হাশমি প্রমুখ।