শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

দ্বিমুখী চাপে গুরু ফাহিমের শরণাপন্ন মুমিনুল

#
news image

ক্রিকেটাররা ফর্মে না থাকলে ছুটে যান গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম কিংবা সৌম্য সরকার; সকলেই কাজ করেছেন অভিজ্ঞ এই কোচের সঙ্গে। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার তার শরণাপন্ন হলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সম্প্রতি বাজে সময় কাটাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 
গতকাল সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে তাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ফাহিম। সামনেই আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ। বাজে সময় থেকে বেরিয়ে আসতে মুমিনুলের লড়াই।
দল জিতছে না। নিজেও রান পাচ্ছেন না। এই দ্বিমুখী চাপে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের পিষ্ট হওয়ার মতো অবস্থা। অধিনায়কত্বের বাড়তি চাপ ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কি না, এ নিয়েও প্রশ্ন উঠছে।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলকে অধিনায়ক করেই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। এরপর মুমিনুল–অধ্যায় কোন দিকে মোড় নেবে, সেটা জানা যাবে সেই বৈঠকের পর। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই আভাসই দিয়েছেন।
সাংবাদিকদের ইউনুস বলেছেন, ‘অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই। ব্যাটিং করার সময় সে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, একটা হীনম্মন্যতা থাকতে পারে। সেটা থেকেই হয়তো চাপ বেশি হয়ে যাচ্ছে। ব্যাটিংয়েও এর একটা প্রভাব পড়তে পারে। হয়তো সে সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়। এটা নিয়েই আমাদের সঙ্গে বসার কথা আছে। প্রেসিডেন্ট সাহেব আসুক, এটা নিয়ে আলাপ করব।’
এ ব্যাপারে মুমিনুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ ও ০ রান করেছেন মুমিনুল। এ নিয়ে টানা সাত ইনিংসে দশের আগেই আউট হলেন এই বাঁহাতি। গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে ১৫ ইনিংসে মাত্র তিনবার তিনি দুই অঙ্কে যেতে পেরেছেন।
অনুশীলন শেষে নাজমুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল থেকেই সরে যায়। তাই মৌলিক দিকগুলো নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় মৌলিক দিকটা ভালো ছিল, এখন সেটা নেই।’
মুমিনুল দ্রুতই সমস্যা কাটিয়ে ছন্দে ফিরবেন, এমনই আশা নাজমুল আবেদীনের, ‘মৌলিক দিকটা নিয়েই কাজ করেছি। আগের চেয়ে দেখতে ভালো লাগছে। আরও দু–এক দিন কাজ করলে ভালো হবে। মৌলিকতা থেকে বাইরে চলে গেলে এ পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ। তাড়াতাড়ি কেটে গেলে ভালো করবে। দেখে মনে হচ্ছে বেশ কিছু বিষয় ঠিক হয়েছে, ব্যাটে-বলে ভালো হচ্ছে। আমার মনে হয় সামনে অনেক ভালো করবে।’
শুধু যে কৌশলগত সমস্যার সঙ্গেই লড়তে হচ্ছে, তা কিন্তু নয়; মুমিনুলকে অধিনায়কত্বের চাপও বয়ে বেড়াতে হচ্ছে। তবে সেই চাপ থেকে বেরিয়ে আসার দায়িত্বটাও যে মুমিনুলেরই। ‘মুমিনুল রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপ হচ্ছে — এমন কথা উঠবেই। সে প্রশ্নের উত্তর তাকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই,’ বলেছেন নাজমুল আবেদীন।
ফাহিমের সঙ্গে কাজ করে সাকিব-মুশফিকরা সুফল পেয়েছেন হাতেনাতে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের আগে ফর্মহীনতায় ছিলেন মুশফিক। মিরপুরে ফাহিমের সঙ্গে কাজ করেছেন তিনি নিবিড়ভাবে। এরপর চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচেই সেঞ্চুরি। মুমিনুলের জন্যও কি এমন কিছু অপেক্ষা করছে অ্যান্টিগা কিংবা সেন্ট লুসিয়াতে?

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  12:14 AM

news image

ক্রিকেটাররা ফর্মে না থাকলে ছুটে যান গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম কিংবা সৌম্য সরকার; সকলেই কাজ করেছেন অভিজ্ঞ এই কোচের সঙ্গে। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার তার শরণাপন্ন হলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সম্প্রতি বাজে সময় কাটাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 
গতকাল সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে তাকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ফাহিম। সামনেই আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ। বাজে সময় থেকে বেরিয়ে আসতে মুমিনুলের লড়াই।
দল জিতছে না। নিজেও রান পাচ্ছেন না। এই দ্বিমুখী চাপে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের পিষ্ট হওয়ার মতো অবস্থা। অধিনায়কত্বের বাড়তি চাপ ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কি না, এ নিয়েও প্রশ্ন উঠছে।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলকে অধিনায়ক করেই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। এরপর মুমিনুল–অধ্যায় কোন দিকে মোড় নেবে, সেটা জানা যাবে সেই বৈঠকের পর। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই আভাসই দিয়েছেন।
সাংবাদিকদের ইউনুস বলেছেন, ‘অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই। ব্যাটিং করার সময় সে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, একটা হীনম্মন্যতা থাকতে পারে। সেটা থেকেই হয়তো চাপ বেশি হয়ে যাচ্ছে। ব্যাটিংয়েও এর একটা প্রভাব পড়তে পারে। হয়তো সে সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়। এটা নিয়েই আমাদের সঙ্গে বসার কথা আছে। প্রেসিডেন্ট সাহেব আসুক, এটা নিয়ে আলাপ করব।’
এ ব্যাপারে মুমিনুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ ও ০ রান করেছেন মুমিনুল। এ নিয়ে টানা সাত ইনিংসে দশের আগেই আউট হলেন এই বাঁহাতি। গত বছর পাকিস্তান সিরিজ থেকে শুরু করে ১৫ ইনিংসে মাত্র তিনবার তিনি দুই অঙ্কে যেতে পেরেছেন।
অনুশীলন শেষে নাজমুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল থেকেই সরে যায়। তাই মৌলিক দিকগুলো নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় মৌলিক দিকটা ভালো ছিল, এখন সেটা নেই।’
মুমিনুল দ্রুতই সমস্যা কাটিয়ে ছন্দে ফিরবেন, এমনই আশা নাজমুল আবেদীনের, ‘মৌলিক দিকটা নিয়েই কাজ করেছি। আগের চেয়ে দেখতে ভালো লাগছে। আরও দু–এক দিন কাজ করলে ভালো হবে। মৌলিকতা থেকে বাইরে চলে গেলে এ পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ। তাড়াতাড়ি কেটে গেলে ভালো করবে। দেখে মনে হচ্ছে বেশ কিছু বিষয় ঠিক হয়েছে, ব্যাটে-বলে ভালো হচ্ছে। আমার মনে হয় সামনে অনেক ভালো করবে।’
শুধু যে কৌশলগত সমস্যার সঙ্গেই লড়তে হচ্ছে, তা কিন্তু নয়; মুমিনুলকে অধিনায়কত্বের চাপও বয়ে বেড়াতে হচ্ছে। তবে সেই চাপ থেকে বেরিয়ে আসার দায়িত্বটাও যে মুমিনুলেরই। ‘মুমিনুল রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপ হচ্ছে — এমন কথা উঠবেই। সে প্রশ্নের উত্তর তাকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই,’ বলেছেন নাজমুল আবেদীন।
ফাহিমের সঙ্গে কাজ করে সাকিব-মুশফিকরা সুফল পেয়েছেন হাতেনাতে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের আগে ফর্মহীনতায় ছিলেন মুশফিক। মিরপুরে ফাহিমের সঙ্গে কাজ করেছেন তিনি নিবিড়ভাবে। এরপর চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচেই সেঞ্চুরি। মুমিনুলের জন্যও কি এমন কিছু অপেক্ষা করছে অ্যান্টিগা কিংবা সেন্ট লুসিয়াতে?