শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

২৩ বছর পর প্রিমিয়ার লিগে জায়ান্ট নটিংহ্যাম ফরেস্ট

#
news image

একটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ শোকেসে সাজিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের নামের পাশে আছে তিনটি ইউরোপ সেরার শিরোপা। দুটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে, একটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। অথচ দলটির নাম তরুণ প্রজন্মের অনেক ভক্ত জানেও না। 
কারণ দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ পর্যায়ে নেই নটিংহ্যাম ফরেস্ট। রোববার রাতে হুডারর্সফিল্ড টাউনের বিপক্ষে ১-০ গোলে জিতে দীর্ঘ ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাবটি। সেখানেও ভাগ্য সহায় হয়েছে বলেই শীর্ষ লিগে ফিরতে পেরেছে সাবেক প্রভাবশালী ক্লাব নটিংহ্যাম।
নটিংহ্যাম ফরেস্ট প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড নেয়। তবে ওই গোল আসে প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে। অর্থাৎ আত্মঘাতী গোলে লিড নেয় নটিংহ্যাম। ৭৩ মিনিটে ওই লিড হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। তবে ভিএআর চেক করে রেফারি পেনাল্টি প্রত্যাহার করলে স্বপ্ন বেঁচে থাকে নটিংহ্যামের। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে কামব্যাক করে দলটি। 
এর আগে দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে ফিরেছে এক সময়ের লিগ চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেড। গত মৌসুমে দলটি ভালো করলেও সদ্য শেষ হওয়া মৌসুমে আবার অবনমনের শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত টিকে গেছে আসরে। ইপিএলের চলতি আসরে দ্বিতীয় ধাপে নেমে গেছে নরউইচ সিটি, ওয়াটফোর্ড ও বার্নলি।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  12:20 AM

news image

একটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ শোকেসে সাজিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের নামের পাশে আছে তিনটি ইউরোপ সেরার শিরোপা। দুটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছে, একটি উয়েফা সুপার কাপ জিতেছে দলটি। অথচ দলটির নাম তরুণ প্রজন্মের অনেক ভক্ত জানেও না। 
কারণ দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষ পর্যায়ে নেই নটিংহ্যাম ফরেস্ট। রোববার রাতে হুডারর্সফিল্ড টাউনের বিপক্ষে ১-০ গোলে জিতে দীর্ঘ ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাবটি। সেখানেও ভাগ্য সহায় হয়েছে বলেই শীর্ষ লিগে ফিরতে পেরেছে সাবেক প্রভাবশালী ক্লাব নটিংহ্যাম।
নটিংহ্যাম ফরেস্ট প্রথমার্ধের শেষ মুহূর্তে লিড নেয়। তবে ওই গোল আসে প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে। অর্থাৎ আত্মঘাতী গোলে লিড নেয় নটিংহ্যাম। ৭৩ মিনিটে ওই লিড হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। তবে ভিএআর চেক করে রেফারি পেনাল্টি প্রত্যাহার করলে স্বপ্ন বেঁচে থাকে নটিংহ্যামের। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে কামব্যাক করে দলটি। 
এর আগে দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে ফিরেছে এক সময়ের লিগ চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেড। গত মৌসুমে দলটি ভালো করলেও সদ্য শেষ হওয়া মৌসুমে আবার অবনমনের শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত টিকে গেছে আসরে। ইপিএলের চলতি আসরে দ্বিতীয় ধাপে নেমে গেছে নরউইচ সিটি, ওয়াটফোর্ড ও বার্নলি।