শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

মাজারে কী করছেন মিমি চক্রবর্ত্তী?

#
news image

কদিন আগেই ভারতের আজমীর শরিফে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী পরিবারকে। শুধু তা-ই নয়, সেখানে তাদের সকলকেই দেখা গেল ধর্মীয় আবহে। শিডিউলের ব্যস্ততা শুরু হওয়ার আগেই জয়পুরের উদ্দেশে পাড়ি জমিইয়েছিলেন দুজন। সঙ্গী ছেলে ইউভান ও পারিবারিক বন্ধু অভিনেত্রী ফলক রশিদ রায় ও তাঁর স্বামী। তবে এবার মিমি চক্রবর্তীকে দেখা গেল মাজারে। কলকাতা থেকে কয়েক'শ কিলোমিটার দূরের একটি মাজারে জিয়ারত করতে দেখা গেল মিমিকে। মিমির প্রসঙ্গে এলো এ কারণে যে, এই দুজনই ছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজের প্রেমিকা। শুভশ্রীর পরেই মাজারে তাঁকে দেখা গেল। একসময় শুভশ্রী মিমি কে রাজকে বিয়ে করবেন তাই নিয়েই ছিল উৎকণ্ঠা। গণমাধ্যমে খবর আসে শুভশ্রী, মিমি দুজনই রাজের জন্য আত্মহত্যাও করতে পারেন। শুধু তাই নয় মিমি সত্যি সত্যি সে চেষ্টা করেছিলেন। পুরনো খোবর ঘাঁটলেই খুঁজে পাওয়া যাবে সেসব। যদি সেসব সম্পর্ক চুকেবুকে গিয়েছে। স্রাজ শুভশ্রীকে বিয়ে করেছেন। তাদের সন্তান ইউভান বড় হচ্ছে। কিছুদিন আগেই শুভশ্রী যেহেতু আজমির শরীফে গিয়েছেন, তাই মিমির মাজারে যাওয়াটাকেও নেটিজেনরা একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন। মিমিকে গত সোমবার দেখা গেল পশ্চিমবঙ্গের দরবার ই ইকরাম হলদিবাড়ি দরবার শরীফে। নিজের ফেসবুকে ছবি পোস্ট দিয়ে লিখেছেন, 'হুজুর সাহেবের দরগায়। এই মাজারটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। তবে বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি সীমান্ত ঘেঁষে অবস্থিত।  

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  10:06 PM

news image

কদিন আগেই ভারতের আজমীর শরিফে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী পরিবারকে। শুধু তা-ই নয়, সেখানে তাদের সকলকেই দেখা গেল ধর্মীয় আবহে। শিডিউলের ব্যস্ততা শুরু হওয়ার আগেই জয়পুরের উদ্দেশে পাড়ি জমিইয়েছিলেন দুজন। সঙ্গী ছেলে ইউভান ও পারিবারিক বন্ধু অভিনেত্রী ফলক রশিদ রায় ও তাঁর স্বামী। তবে এবার মিমি চক্রবর্তীকে দেখা গেল মাজারে। কলকাতা থেকে কয়েক'শ কিলোমিটার দূরের একটি মাজারে জিয়ারত করতে দেখা গেল মিমিকে। মিমির প্রসঙ্গে এলো এ কারণে যে, এই দুজনই ছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজের প্রেমিকা। শুভশ্রীর পরেই মাজারে তাঁকে দেখা গেল। একসময় শুভশ্রী মিমি কে রাজকে বিয়ে করবেন তাই নিয়েই ছিল উৎকণ্ঠা। গণমাধ্যমে খবর আসে শুভশ্রী, মিমি দুজনই রাজের জন্য আত্মহত্যাও করতে পারেন। শুধু তাই নয় মিমি সত্যি সত্যি সে চেষ্টা করেছিলেন। পুরনো খোবর ঘাঁটলেই খুঁজে পাওয়া যাবে সেসব। যদি সেসব সম্পর্ক চুকেবুকে গিয়েছে। স্রাজ শুভশ্রীকে বিয়ে করেছেন। তাদের সন্তান ইউভান বড় হচ্ছে। কিছুদিন আগেই শুভশ্রী যেহেতু আজমির শরীফে গিয়েছেন, তাই মিমির মাজারে যাওয়াটাকেও নেটিজেনরা একই সূত্রে গাঁথার চেষ্টা করছেন। মিমিকে গত সোমবার দেখা গেল পশ্চিমবঙ্গের দরবার ই ইকরাম হলদিবাড়ি দরবার শরীফে। নিজের ফেসবুকে ছবি পোস্ট দিয়ে লিখেছেন, 'হুজুর সাহেবের দরগায়। এই মাজারটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। তবে বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি সীমান্ত ঘেঁষে অবস্থিত।