শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

এবার কোক স্টুডিও কনসার্টে জেমস

#
news image

পাকিস্তান-ভারত হয়ে চলতি বছর বাংলাদেশেও যাত্রা করেছে কোক স্টুডিও। এরমধ্যে প্রকাশ পেয়েছে তাদের পাঁচটি গান। যে গানগুলোর রেশ নিয়ে অর্ণব-পান্থ কানাইদের হাত ধরে উঠে এসেছেন অনিমেষ, বগা তালেব, নন্দিতা কিংবা ঋতু রাজদের মতো প্রতিভাবানরা। সুখবর হলো, এই তরুণদের সঙ্গে এবার একই মঞ্চে পাওয়া যাবে রকস্টার জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বাউল মুখপাত্র রবিন। জানা গেছে, এই কনসার্টে আরও থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট দলগুলোর পরিবেশনা। আর পুরো আয়োজনটি হচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে, ৯ জুন। বিকাল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত। প্রথম বড় কোনও কনসার্টে গান গাওয়া প্রসঙ্গে ‘নাসেক নাসেক’-খ্যাত অনিমেষ রায় বলেন, ‘টুকিটাকি গানবাজনা করলেও কোক স্টুডিও আমাকে নতুনভাবে শ্রোতাদের কাছে পরিচিত করেছে। শ্রোতারাই আমার গানের প্রাণ। কোক স্টুডিও বাংলার প্রথম গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। কনসার্টেও গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আশা করছি।’ আয়োজকরা জানান, বেলা ১টা ৩০ মিনিট থেকে একে একে মঞ্চে উঠবেন শিল্পীরা। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীদের। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনও ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। কোক স্টুডিও বাংলার এই কনসার্ট উপভোগের সঙ্গে আরও একটি বাড়তি আকর্ষণ রেখেছে কোকা-কোলা। ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে এই কনসার্টে।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুন, ২০২২,  10:18 PM

news image

পাকিস্তান-ভারত হয়ে চলতি বছর বাংলাদেশেও যাত্রা করেছে কোক স্টুডিও। এরমধ্যে প্রকাশ পেয়েছে তাদের পাঁচটি গান। যে গানগুলোর রেশ নিয়ে অর্ণব-পান্থ কানাইদের হাত ধরে উঠে এসেছেন অনিমেষ, বগা তালেব, নন্দিতা কিংবা ঋতু রাজদের মতো প্রতিভাবানরা। সুখবর হলো, এই তরুণদের সঙ্গে এবার একই মঞ্চে পাওয়া যাবে রকস্টার জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বাউল মুখপাত্র রবিন। জানা গেছে, এই কনসার্টে আরও থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট দলগুলোর পরিবেশনা। আর পুরো আয়োজনটি হচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে, ৯ জুন। বিকাল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত। প্রথম বড় কোনও কনসার্টে গান গাওয়া প্রসঙ্গে ‘নাসেক নাসেক’-খ্যাত অনিমেষ রায় বলেন, ‘টুকিটাকি গানবাজনা করলেও কোক স্টুডিও আমাকে নতুনভাবে শ্রোতাদের কাছে পরিচিত করেছে। শ্রোতারাই আমার গানের প্রাণ। কোক স্টুডিও বাংলার প্রথম গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। কনসার্টেও গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আশা করছি।’ আয়োজকরা জানান, বেলা ১টা ৩০ মিনিট থেকে একে একে মঞ্চে উঠবেন শিল্পীরা। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীদের। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনও ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। কোক স্টুডিও বাংলার এই কনসার্ট উপভোগের সঙ্গে আরও একটি বাড়তি আকর্ষণ রেখেছে কোকা-কোলা। ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে এই কনসার্টে।