শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

পিএসজির সঙ্গে চুক্তি করতে কাতারে জিদান!

#
news image

মৌসুম শেষ হওয়ার আগেই মাওরিসিও পচেত্তিনোর বরখাস্ত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। আর মেসি-নেইমারদের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জিনেদিন জিদানের নাম।  

এবার শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে নাকি কাতারে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো'র এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদানকেই পচেত্তিনোর জায়গায় আনতে যাচ্ছে পিএসজির কাতারি মালিকপক্ষ। দুই পক্ষের আলোচনা শেষে আসতে পারে চুক্তি স্বাক্ষরের ঘোষণা।

পিএসজির দায়িত্ব নেওয়ার পর ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতলেও কাঙ্ক্ষিত ইউরোপ-সেরার তকমা এনে দিতে পারেননি পচেত্তিনো। বরং গত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় ফরাসি জায়ান্টরা। অথচ দলে মেসি-নেইমার-এমবাপ্পের মতো সুপারস্টার ফুটবলার আছেন। এমন ব্যর্থতার কারণেই কপাল পুড়তে চলেছে পচেত্তিনোর। যদিও তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি আছে। তিনি নিজেও দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

'মুন্দো দেপোর্তিভো'র দাবি, আগামীকাল শনিবার আসতে পারে চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত ঘোষণা। পচেত্তিনোকে বরখাস্তের ঘোষণাও আসতে পারে একইদিনে। যদিও পিএসজি, পচেত্তিনো কিংবা জিদানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। এর আগে ম্যাক্রোঁর অনুরোধে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদে যাননি এমবাপ্পে।

২০২০/২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হননি জিদান। ৪৯ বছর বয়সী এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের কোচ হিসেবে দুইবার লা লিগা ও ৩ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। সম্প্রতি প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়ালের ১৪তম শিরোপা জয়ের সাক্ষী ছিলেন জিদান।  

প্রভাতী খবর ডেস্ক

১০ জুন, ২০২২,  9:55 PM

news image

মৌসুম শেষ হওয়ার আগেই মাওরিসিও পচেত্তিনোর বরখাস্ত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। আর মেসি-নেইমারদের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জিনেদিন জিদানের নাম।  

এবার শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে নাকি কাতারে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো'র এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদানকেই পচেত্তিনোর জায়গায় আনতে যাচ্ছে পিএসজির কাতারি মালিকপক্ষ। দুই পক্ষের আলোচনা শেষে আসতে পারে চুক্তি স্বাক্ষরের ঘোষণা।

পিএসজির দায়িত্ব নেওয়ার পর ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতলেও কাঙ্ক্ষিত ইউরোপ-সেরার তকমা এনে দিতে পারেননি পচেত্তিনো। বরং গত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় ফরাসি জায়ান্টরা। অথচ দলে মেসি-নেইমার-এমবাপ্পের মতো সুপারস্টার ফুটবলার আছেন। এমন ব্যর্থতার কারণেই কপাল পুড়তে চলেছে পচেত্তিনোর। যদিও তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি আছে। তিনি নিজেও দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

'মুন্দো দেপোর্তিভো'র দাবি, আগামীকাল শনিবার আসতে পারে চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত ঘোষণা। পচেত্তিনোকে বরখাস্তের ঘোষণাও আসতে পারে একইদিনে। যদিও পিএসজি, পচেত্তিনো কিংবা জিদানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জিদানকে পিএসজির কোচ হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। এর আগে ম্যাক্রোঁর অনুরোধে সাড়া দিয়ে রিয়াল মাদ্রিদে যাননি এমবাপ্পে।

২০২০/২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হননি জিদান। ৪৯ বছর বয়সী এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের কোচ হিসেবে দুইবার লা লিগা ও ৩ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। সম্প্রতি প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়ালের ১৪তম শিরোপা জয়ের সাক্ষী ছিলেন জিদান।