শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

কাতার বিশ্বকাপে খেলার শেষ টিকিটটি কোস্টারিকা

#
news image

কাতারের আল রাইয়ানে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ ম্যাচটি কোস্টারিকা সময় দুপুরে শুরু হয়। সরকারি কর্মজীবীরা যেন ম্যাচ দেখতে পারেন সেজন্য দুপুরে খাবার বিরতিতে এক ঘন্টা ছুটি দেন কোস্টারিকা প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ।
যে আশায় তিনি ছুটি ঘোষণা করেছিলেন তা শেষ পর্যন্ত ফলেছে। আহমেদ বিন আলী স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আন্তমহাদেশীয় প্লে অফে ওশেনিয়া প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। 
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠল উত্তর আমেরিকার দলটি। এর মধ্য দিয়ে চূড়ান্ত হলো কাতার বিশ্বকাপ মূলপর্বের ৩২ দল। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গী হলো কোস্টারিকা।
ম্যাচের ৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় কোস্টারিকা। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তাঁরা বাধা দেওয়ার আগেই বাঁ পায়ের শটে বল জালে পাঠান কোস্টারিকা ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। 
এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল শোধে মরিয়া হয়ে খেলেছে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে গোলও করেছিল। ফাউলের অপরাধে গোলটি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।
৩৬ মিনিটে কোস্টারিকার বক্সে পেনাল্টির আবেদন করেছিলেন নিউজিল্যান্ডের তারকা স্ট্রাইকার ক্রিস উড। বল দখলের লড়াইয়ে নিউক্যাসলের এই খেলোয়াড়কে ফেলে দেন কোস্টারিকার অ্যান্থনি কন্ত্রেরাস। রেফারি পেনাল্টির আবেদনে সাড়া না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কোস্টারিকা বল 'ক্লিয়ার' করলেও মাঝমাঠ থেকে আবারও আক্রমণ শুরু করে নিউজিল্যান্ড। এবার বাঁ প্রান্ত দিয়ে।
ম্যাথু গারবেটের ক্রস থেকে বল জালে জড়ান উড। ততক্ষণে রেফারির কাছে ফাউলের অভিযোগ করেছেন কোস্টারিকার খেলোয়াড়েরা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে দেখা যায়, ক্রসের আগে কোস্টারিকার অস্কার দুয়ার্তেকে ফাউল করেছিলেন গারবেট।
ম্যাচে শেষ ২৩ মিনিটে ১০ জন নিয়ে খেলেছে নিউজিল্যান্ড। ৬৭ মিনিটে কোস্টারিকার ফ্রান্সেসকো কালভোকে ফাউল করেন উইঙ্গার কস্তা বারবারোস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের হস্তক্ষেপে লাল কার্ড দেখানো হয়। তবু বুক চিতিয়ে লড়াই করেছে নিউজিল্যান্ড। ৭৬ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন নিকো কিরওয়ান। দুই অর্ধেই কোস্টারিকার হয়ে ভালো কিছু সেভ করেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেল কোস্টারিকা। ১৯৯০ বিশ্বকাপে অভিষেকের পর ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছে দেশটি।
নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল এক যুগ পর বিশ্বকাপে খেলার। ১৯৮২ ও ২০১০ বিশ্বকাপে খেলা দেশটি সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়বে।

প্রভাতী খবর ডেস্ক

১৫ জুন, ২০২২,  11:59 PM

news image

কাতারের আল রাইয়ানে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ ম্যাচটি কোস্টারিকা সময় দুপুরে শুরু হয়। সরকারি কর্মজীবীরা যেন ম্যাচ দেখতে পারেন সেজন্য দুপুরে খাবার বিরতিতে এক ঘন্টা ছুটি দেন কোস্টারিকা প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ।
যে আশায় তিনি ছুটি ঘোষণা করেছিলেন তা শেষ পর্যন্ত ফলেছে। আহমেদ বিন আলী স্টেডিয়ামে মঙ্গলবার রাতে আন্তমহাদেশীয় প্লে অফে ওশেনিয়া প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। 
২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠল উত্তর আমেরিকার দলটি। এর মধ্য দিয়ে চূড়ান্ত হলো কাতার বিশ্বকাপ মূলপর্বের ৩২ দল। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গী হলো কোস্টারিকা।
ম্যাচের ৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় কোস্টারিকা। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তাঁরা বাধা দেওয়ার আগেই বাঁ পায়ের শটে বল জালে পাঠান কোস্টারিকা ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। 
এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল শোধে মরিয়া হয়ে খেলেছে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে গোলও করেছিল। ফাউলের অপরাধে গোলটি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।
৩৬ মিনিটে কোস্টারিকার বক্সে পেনাল্টির আবেদন করেছিলেন নিউজিল্যান্ডের তারকা স্ট্রাইকার ক্রিস উড। বল দখলের লড়াইয়ে নিউক্যাসলের এই খেলোয়াড়কে ফেলে দেন কোস্টারিকার অ্যান্থনি কন্ত্রেরাস। রেফারি পেনাল্টির আবেদনে সাড়া না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কোস্টারিকা বল 'ক্লিয়ার' করলেও মাঝমাঠ থেকে আবারও আক্রমণ শুরু করে নিউজিল্যান্ড। এবার বাঁ প্রান্ত দিয়ে।
ম্যাথু গারবেটের ক্রস থেকে বল জালে জড়ান উড। ততক্ষণে রেফারির কাছে ফাউলের অভিযোগ করেছেন কোস্টারিকার খেলোয়াড়েরা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে দেখা যায়, ক্রসের আগে কোস্টারিকার অস্কার দুয়ার্তেকে ফাউল করেছিলেন গারবেট।
ম্যাচে শেষ ২৩ মিনিটে ১০ জন নিয়ে খেলেছে নিউজিল্যান্ড। ৬৭ মিনিটে কোস্টারিকার ফ্রান্সেসকো কালভোকে ফাউল করেন উইঙ্গার কস্তা বারবারোস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের হস্তক্ষেপে লাল কার্ড দেখানো হয়। তবু বুক চিতিয়ে লড়াই করেছে নিউজিল্যান্ড। ৭৬ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন নিকো কিরওয়ান। দুই অর্ধেই কোস্টারিকার হয়ে ভালো কিছু সেভ করেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস।
ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেল কোস্টারিকা। ১৯৯০ বিশ্বকাপে অভিষেকের পর ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছে দেশটি।
নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল এক যুগ পর বিশ্বকাপে খেলার। ১৯৮২ ও ২০১০ বিশ্বকাপে খেলা দেশটি সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়বে।