শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

মুম্বাইয়ে মেগা ইভেন্ট অক্ষয়ের নতুন সিনেমা

#
news image

বক্স অফিসে টানা দুই সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ সুপার ফ্লপের পর আসছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষা বন্ধন’। দুদিন আগে সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার ঘোষণা দেন তাঁর অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের ১১ আগস্ট। উন্মুক্ত করেন মোশন পোস্টার। এবার বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, সোশ্যাল কমেডি ‘রক্ষা বন্ধন’ ট্রেইলার উন্মুক্ত হবে ২১ জুন। এজন্য মুম্বাইয়ে মেগা ইভেন্টের আয়োজন করা হবে। একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, আবেগে ভরা ‘রক্ষা বন্ধন’ সিনেমা। হৃদয়ছোঁয়া ট্রেইলারটি অক্ষয় উদ্বোধন করবেন ২১ জুন। এজন্য মুম্বাইয়ে একটি আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীরাও থাকবেন। এ সিনেমায় অক্ষয় কুমারের পাশে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেড়নেকার। এ ছাড়া এই ফ্যামিলি ড্রামায় দেখা যাবে নীরাজ সুদ, সীমা পহবা, সাদিয়া খতিব, অভিলাষ থপলিয়ল, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত ও সাহেজমীন কৌরকে। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধীলন। প্রযোজনা করেছেন আনন্দ এল রাই এবং জি স্টুডিয়োস। পরিবেশক জি স্টুডিয়োস, কালার ইয়োলো ও কেপ অব গুড ফিল্মস।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুন, ২০২২,  10:45 PM

news image

বক্স অফিসে টানা দুই সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ সুপার ফ্লপের পর আসছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষা বন্ধন’। দুদিন আগে সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার ঘোষণা দেন তাঁর অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের ১১ আগস্ট। উন্মুক্ত করেন মোশন পোস্টার। এবার বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, সোশ্যাল কমেডি ‘রক্ষা বন্ধন’ ট্রেইলার উন্মুক্ত হবে ২১ জুন। এজন্য মুম্বাইয়ে মেগা ইভেন্টের আয়োজন করা হবে। একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, আবেগে ভরা ‘রক্ষা বন্ধন’ সিনেমা। হৃদয়ছোঁয়া ট্রেইলারটি অক্ষয় উদ্বোধন করবেন ২১ জুন। এজন্য মুম্বাইয়ে একটি আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীরাও থাকবেন। এ সিনেমায় অক্ষয় কুমারের পাশে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেড়নেকার। এ ছাড়া এই ফ্যামিলি ড্রামায় দেখা যাবে নীরাজ সুদ, সীমা পহবা, সাদিয়া খতিব, অভিলাষ থপলিয়ল, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত ও সাহেজমীন কৌরকে। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধীলন। প্রযোজনা করেছেন আনন্দ এল রাই এবং জি স্টুডিয়োস। পরিবেশক জি স্টুডিয়োস, কালার ইয়োলো ও কেপ অব গুড ফিল্মস।