শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

মুম্বাইয়ে মেগা ইভেন্ট অক্ষয়ের নতুন সিনেমা

#
news image

বক্স অফিসে টানা দুই সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ সুপার ফ্লপের পর আসছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষা বন্ধন’। দুদিন আগে সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার ঘোষণা দেন তাঁর অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের ১১ আগস্ট। উন্মুক্ত করেন মোশন পোস্টার। এবার বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, সোশ্যাল কমেডি ‘রক্ষা বন্ধন’ ট্রেইলার উন্মুক্ত হবে ২১ জুন। এজন্য মুম্বাইয়ে মেগা ইভেন্টের আয়োজন করা হবে। একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, আবেগে ভরা ‘রক্ষা বন্ধন’ সিনেমা। হৃদয়ছোঁয়া ট্রেইলারটি অক্ষয় উদ্বোধন করবেন ২১ জুন। এজন্য মুম্বাইয়ে একটি আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীরাও থাকবেন। এ সিনেমায় অক্ষয় কুমারের পাশে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেড়নেকার। এ ছাড়া এই ফ্যামিলি ড্রামায় দেখা যাবে নীরাজ সুদ, সীমা পহবা, সাদিয়া খতিব, অভিলাষ থপলিয়ল, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত ও সাহেজমীন কৌরকে। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধীলন। প্রযোজনা করেছেন আনন্দ এল রাই এবং জি স্টুডিয়োস। পরিবেশক জি স্টুডিয়োস, কালার ইয়োলো ও কেপ অব গুড ফিল্মস।

প্রভাতী খবর ডেস্ক

১৯ জুন, ২০২২,  10:45 PM

news image

বক্স অফিসে টানা দুই সিনেমা ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’ সুপার ফ্লপের পর আসছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘রক্ষা বন্ধন’। দুদিন আগে সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার ঘোষণা দেন তাঁর অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের ১১ আগস্ট। উন্মুক্ত করেন মোশন পোস্টার। এবার বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, সোশ্যাল কমেডি ‘রক্ষা বন্ধন’ ট্রেইলার উন্মুক্ত হবে ২১ জুন। এজন্য মুম্বাইয়ে মেগা ইভেন্টের আয়োজন করা হবে। একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে, আবেগে ভরা ‘রক্ষা বন্ধন’ সিনেমা। হৃদয়ছোঁয়া ট্রেইলারটি অক্ষয় উদ্বোধন করবেন ২১ জুন। এজন্য মুম্বাইয়ে একটি আয়োজন করা হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীরাও থাকবেন। এ সিনেমায় অক্ষয় কুমারের পাশে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ভূমি পেড়নেকার। এ ছাড়া এই ফ্যামিলি ড্রামায় দেখা যাবে নীরাজ সুদ, সীমা পহবা, সাদিয়া খতিব, অভিলাষ থপলিয়ল, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত ও সাহেজমীন কৌরকে। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও কণিকা ধীলন। প্রযোজনা করেছেন আনন্দ এল রাই এবং জি স্টুডিয়োস। পরিবেশক জি স্টুডিয়োস, কালার ইয়োলো ও কেপ অব গুড ফিল্মস।