শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সীমান্তে মিয়ানমারের মর্টার শেল, রাষ্ট্রদূতকে ডেকে কড়া জবাব

#
news image

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়েছে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ভার্বাল নোটের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তিনি বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে, আমরা সেটার নিন্দা জানিয়েছি।’ পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘নোট ভার্বালের মাধ্যমে তাকে (রাষ্ট্রদূত) ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী-বিজিবির বোমা বিশেষজ্ঞ দল একটি মর্টার শেল ধ্বংস করে। আরেকটি মর্টার শেল সোমবার (২৯ আগস্ট) বিকেলে ধ্বংস করার কথা রয়েছে। তবে, এ বিষয়ে সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব‌্য পাওয়া যায়নি।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, ‘অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।’

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  9:57 PM

news image

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়েছে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ভার্বাল নোটের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তিনি বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে, আমরা সেটার নিন্দা জানিয়েছি।’ পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘নোট ভার্বালের মাধ্যমে তাকে (রাষ্ট্রদূত) ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী-বিজিবির বোমা বিশেষজ্ঞ দল একটি মর্টার শেল ধ্বংস করে। আরেকটি মর্টার শেল সোমবার (২৯ আগস্ট) বিকেলে ধ্বংস করার কথা রয়েছে। তবে, এ বিষয়ে সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব‌্য পাওয়া যায়নি।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, ‘অবিস্ফোরিত মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।’