শিরোনামঃ
কাস্টমসের দুই সিপাইয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ, দুদকে আবেদন রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট মায়ের হাতে ৬ মাসের কন্যা শিশু খুন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট ঢাকার সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

হামদ-নাত গেয়ে উচ্ছ্বসিত বিউটি

#
news image

২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে এসেছিলেন গায়িকা নাসরিন আক্তার বিউটি। মূলত লোক গানই করেন। লালনের গানকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য ‘লালনকন্যা’ উপাধিও পেয়েছিলেন তিনি। আধুনিক গানেও নিজের মুন্সিয়ানা দেখিয়ে থাকেন এই গায়িকা।

বিউটি এবার প্রথমবারের মতো হামদ-নাত গাইলেন। তাও একটি নয়, একসঙ্গে পাঁচটি। এগুলোর শিরোনাম-‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’, ‘তাওহীদেরই মুর্শিদ আমার’, ‘শোনো শোনো ইয়া এলাহি’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়’ এবং ‘আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান’।

পুরো রমজান মাস জুড়ে ইফতারের আগে বাংলাভিশনে বিউটির গাওয়া এসব হামদ ও নাত প্রচার করা হবে।

ঢাকা পোস্টকে বিউটি বলেন, ‘সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল টিভিতে হামদ-নাত গাইব। বাংলাভিশনের মাধ্যমে সেই ইচ্ছাটি পূরণ হওয়ায় ভালো লাগছে। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। সর্বোচ্চ আবেগ ভালোবাসা দিয়ে এগুলো গাওয়ার চেষ্টা করেছি। আমার ভক্ত-শ্রোতারা নতুভাবে আমার কণ্ঠটি শুনতে পারবেন এখানে।’

এই গায়িকা আরও যোগ করেন, হামদ-নাতগুলো করার পরিকল্পনা থেকে রেকর্ডিং পর্যন্ত তাকে উৎসাহ জুগিয়েছেন তাহমিনা মুক্তা। এগুলো খুব জনপ্রিয় হওয়ায় শ্রোতারা সহজে কানেক্ট করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিজের নামে ইউটিউব চ্যানেল আছেন বিউটির। অনেক দিন ধরে সেই চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। মৌলিক গানের পাশাপাশি বিউটি গাইতে বেশি ভালোবাসেন দেশীয় ঐতিহ্যে ভরা ফোক, লালন, শাহ আবদুল করিম, হাছন রাজা, রাধা রমণ প্রমুখের গান।

ডেস্ক রিপোর্ট

০৩ এপ্রিল, ২০২২,  1:30 PM

news image

২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে এসেছিলেন গায়িকা নাসরিন আক্তার বিউটি। মূলত লোক গানই করেন। লালনের গানকে চমৎকারভাবে উপস্থাপনের জন্য ‘লালনকন্যা’ উপাধিও পেয়েছিলেন তিনি। আধুনিক গানেও নিজের মুন্সিয়ানা দেখিয়ে থাকেন এই গায়িকা।

বিউটি এবার প্রথমবারের মতো হামদ-নাত গাইলেন। তাও একটি নয়, একসঙ্গে পাঁচটি। এগুলোর শিরোনাম-‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’, ‘তাওহীদেরই মুর্শিদ আমার’, ‘শোনো শোনো ইয়া এলাহি’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়’ এবং ‘আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান’।

পুরো রমজান মাস জুড়ে ইফতারের আগে বাংলাভিশনে বিউটির গাওয়া এসব হামদ ও নাত প্রচার করা হবে।

ঢাকা পোস্টকে বিউটি বলেন, ‘সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল টিভিতে হামদ-নাত গাইব। বাংলাভিশনের মাধ্যমে সেই ইচ্ছাটি পূরণ হওয়ায় ভালো লাগছে। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। সর্বোচ্চ আবেগ ভালোবাসা দিয়ে এগুলো গাওয়ার চেষ্টা করেছি। আমার ভক্ত-শ্রোতারা নতুভাবে আমার কণ্ঠটি শুনতে পারবেন এখানে।’

এই গায়িকা আরও যোগ করেন, হামদ-নাতগুলো করার পরিকল্পনা থেকে রেকর্ডিং পর্যন্ত তাকে উৎসাহ জুগিয়েছেন তাহমিনা মুক্তা। এগুলো খুব জনপ্রিয় হওয়ায় শ্রোতারা সহজে কানেক্ট করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিজের নামে ইউটিউব চ্যানেল আছেন বিউটির। অনেক দিন ধরে সেই চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। মৌলিক গানের পাশাপাশি বিউটি গাইতে বেশি ভালোবাসেন দেশীয় ঐতিহ্যে ভরা ফোক, লালন, শাহ আবদুল করিম, হাছন রাজা, রাধা রমণ প্রমুখের গান।