শিরোনামঃ
কোটি টাকার প্রকল্পে নিম্নমান সামগ্রী ব্যবহার, সরকারী অর্থ নয়ছয়! সিএনজি চালক থেকে এশিয়ান টিভির সাংবাদিক মাসুম, সমালোচনার ঝড় পঙ্গু হাসপাতালে যেনো পুকুর চুরির মতো ঘটনা" ১১ কোটি টাকার কাজে অনিয়ম জাতীয় রাজস্ব বোর্ড : ঐক্য পরিষদ এর সভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা! এনবিআরের গেট বন্ধ, ঢুকতে পারছেন না ঐক্য পরিষদের নেতারা মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের চেষ্টা , অর্ধকোটি টাকা চাঁদা দাবি ‘বাবা নেই’ ভিডিও গানের মোড়ক উন্মোচন আগামী পাঁচ বছরে শীর্ষে থাকবে ইমপিরিয়াল লক্ষ্য প্রতিষ্ঠাতার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছেঃ মির্জা ফখরুল

#
news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের পায়ের নিচে এখন মাটি নেই। মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছেন, সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ মানুষের ভাষা বুঝতে পারছে না, মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না। এমন ভাষায় কথা বলে যে, এটা একটা রাজতন্ত্র।

রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মির্জা ফখরুল বলেন, এই দেশ একটা প্রজাতন্ত্র। এদেশ আমরা যুদ্ধ করে, লড়াই করে বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রত্যেকটি মানুষের নাগরিকের অধিকার আছে রাজনীতি করার, সেই সুবাদে জনগণ রাষ্ট্রের মালিক। সেই জায়গাটা তারা (আওয়ামী লীগ সরকার) দখল নিতে চায়। দুইটা জিনিস তাদের বডি কেমিস্ট্রিতে আছে- একটা হচ্ছে সন্ত্রাসী। সবকিছু ভয় দেখিয়ে মেরে-কেটে নিয়ে যেতে চায়। আরেকটা হচ্ছে লুট, লুটেরা সব চুরি করতে চায়।

ক্ষমতাসীনদের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাত ভেঙে গেছে। করোনা এমন জয় করেছে যে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শিক্ষা খাতের কী অবস্থা? কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও শিক্ষা আছে বলে তো আমার কাছে মনে হয় না।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে যৌথভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তার (তারেক রহমান) মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, যৌথ নেতৃত্বের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা যা কিছুই করি পুরোপুরিভাবে সব দায়িত্ব নিয়ে করি এবং সেটা তারেক রহমানের নেতৃত্বের নির্দেশে করি ।

বিএনপি মহাসচিব আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, চলমান আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ছয়জন নেতাকর্মী শহিদ হয়েছেন। তাদের অপরাধ গণসমাবেশ সফলের জন্য লিফলেট বিতরণ করছিলেন। কিন্তু আমি পুলিশকে বলব- বেআইনি হত্যাকাণ্ড চালাবেন না। প্রত্যেক অন্যায় কাজের জবাব দিতে হবে।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

 

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  1:53 AM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের পায়ের নিচে এখন মাটি নেই। মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছেন, সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ মানুষের ভাষা বুঝতে পারছে না, মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না। এমন ভাষায় কথা বলে যে, এটা একটা রাজতন্ত্র।

রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মির্জা ফখরুল বলেন, এই দেশ একটা প্রজাতন্ত্র। এদেশ আমরা যুদ্ধ করে, লড়াই করে বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রত্যেকটি মানুষের নাগরিকের অধিকার আছে রাজনীতি করার, সেই সুবাদে জনগণ রাষ্ট্রের মালিক। সেই জায়গাটা তারা (আওয়ামী লীগ সরকার) দখল নিতে চায়। দুইটা জিনিস তাদের বডি কেমিস্ট্রিতে আছে- একটা হচ্ছে সন্ত্রাসী। সবকিছু ভয় দেখিয়ে মেরে-কেটে নিয়ে যেতে চায়। আরেকটা হচ্ছে লুট, লুটেরা সব চুরি করতে চায়।

ক্ষমতাসীনদের দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাত ভেঙে গেছে। করোনা এমন জয় করেছে যে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শিক্ষা খাতের কী অবস্থা? কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও শিক্ষা আছে বলে তো আমার কাছে মনে হয় না।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে যৌথভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তার (তারেক রহমান) মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, যৌথ নেতৃত্বের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা যা কিছুই করি পুরোপুরিভাবে সব দায়িত্ব নিয়ে করি এবং সেটা তারেক রহমানের নেতৃত্বের নির্দেশে করি ।

বিএনপি মহাসচিব আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, চলমান আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ছয়জন নেতাকর্মী শহিদ হয়েছেন। তাদের অপরাধ গণসমাবেশ সফলের জন্য লিফলেট বিতরণ করছিলেন। কিন্তু আমি পুলিশকে বলব- বেআইনি হত্যাকাণ্ড চালাবেন না। প্রত্যেক অন্যায় কাজের জবাব দিতে হবে।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।